ব্রাহ্মণবাড়িয়ারায় বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১০০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল সহ একটি ট্রাক আটক করা হয়েছ্র। রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রাজাবাড়িয়া নামক এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সসদ্যরা মাদকগুলো সহ ট্রাকটি আটক করে। এসময় ট্রাকে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিজয়নগরের চান্দুরা থেকে ছেড়ে আসা একটি ট্রাককে ধাওয়া করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় সরাইলের রাজাবাড়িয়া এলাকায় ট্রাকটি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ট্রাকটি তল্লাশি করে একশত কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এদিকে বিজয়নগরের কাশিনগরে মাদক ব্যবসায়ী জহিরের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১০০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে। এসময় জহির পালিয়ে যায়। এসব মাদক উদ্ধারের ঘটনায় সরাইল ও বিজয়নগর থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Related posts:ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউকে'র বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিতর আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি নির্দেশে তৌফিকুল ইসলাম মুকুল ভুইয়ার খাদ্য সামগ্রী বিতরনব্রাহ্মণবাড়িয়াজেলার ঐতিহ্য সরাইলের হাঁসলী মোরগ Post Views: ২৮৬ SHARES Uncategorized বিষয়: