মারা গেলেন আর্জেন্টিনার ম্যারাডোনা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০ বিজয়নগর নিউজ ডেস্ক:- সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম ডিয়েগো ম্যারাডোনা আর নেই। হার্ট অ্যাটাকে মারা গেছেন বিশ্বনন্দিত এই ফুটবল মহাতারকা। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক টুইটে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তিন নভেম্বর মস্তিষ্কে রক্ত জমাট বাধার কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে। সুস্থ হওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। ফেরার তিন সপ্তাহের মধ্যেই এলো এই দুঃসংবাদ। তার মৃত্যুতে সমাপ্ত হলো বিশ্বফুটবলের সবচেয়ে বর্ণিল অধ্যায়। ১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েনোস আইরেসের সুবিধা বঞ্চিত এলাকা ভিয়া ফায়োরিতায় জন্ম ডিয়েগো ম্যারাডোনার। কিশোর বয়স থেকে নজর কাড়েন নিজের ফুটবল প্রতিভা দিয়ে। ১৬ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয়। ১৯ বছর বয়সে দেশের হয়ে জেতেন যুব বিশ্বকাপ। তরুণ বয়সের কারণে ১৯৭৮ বিশ্বকাপ খেলতে না পারলেও, ১৯৮২ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপান ম্যারাডোনা। ব্রাজিলের বিপক্ষে লাল কার্ড পেয়ে শেষ হয় তার আসর। পরের বার মেক্সিকোতে বিশ্বকে দেখান তার সামর্থ্য। তার নৈপুণ্য ও নেতৃত্বে দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা জিতে নেয় বিশ্বকাপ। আশির দশকের শেষে ইতালিয়ান সেরি আতে নাপোলিকে জেতান লিগ ও ইউরোপিয়ান কাপ শিরোপা। Related posts:৭ মার্চে বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিনকুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ীটি এখন ধ্বংসস্তূপ...... এক মাত্র সম্বল অটো রিকসা চুরি! সালিশের রায়ে দিশেহারা সুমন Post Views: ৩৬৬ SHARES Uncategorized বিষয়: