ভারতের কোলকাতার নায়িকা শ্রাবন্তীকে এসএমএসে কুপ্রস্তাব, খুলনায় যুবক গ্রেপ্তার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০ ভারতের কোলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত মোবাইল ফোনে কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরনের আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগে খুলনায় মাহবুবুর রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাহবুবুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে উপস্থিত করা হলে তার একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়। দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ জানিয়েছে, মাহবুবুর রহমান ভারতের নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে এসএমএস দিতেন মাহবুব। নায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশে খুলনা মেট্রোলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ উদ্দিন বাদি হয়ে গত ১৬ই নভেম্বর মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করছেন পরিদর্শক (তদন্ত) রাধে শ্যাম সরকার। ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর এসএমএস দেওয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। Related posts:সঠিকভাবে বাস্তবায়ন না হলে শুধু পরিকল্পনা করে লাভ নেইগৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধ...অবশেষে আবুল ফায়েজ কারাগারেআসপিয়ার চাকরি না হলে অনশনে বসার ঘোষণা দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণের Post Views: ৭৬০ SHARES আইন-আদালত বিষয়: