বিজয়নগরে গৃহহীনদের বাড়ির নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও আরাফাত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ মুখলেছুর রহমান অভি:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি উপহার দেবে সরকার। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়িগুলোর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউওনও) কে এম ইয়াসির আরাফাত। জানা যায়, ‘মুজিববর্ষে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর সরকার গৃহ ও ভূমিহীনদের জন্য বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই শতক জায়গার উপর নির্মিত প্রতিটি বাড়িতে দু’টি শয়ন কক্ষ, মালামাল সংরক্ষণের জন্য ছোট একটি কক্ষ, টয়লেট ও রান্না ঘর থাকবে। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত বলেন, বিজয়নগর উপজেলায় গৃহহীনদের জন্য বাড়িগুলোর নির্মাণকাজ শুরু করা হলো। ১০টি ইউনিয়নে বাড়িগুলো নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু করা হলো। Related posts:সরাইল উপজেলায় ১৬ জন বিদ্রোহী প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিষ্কারবিজয়নগরে জেল হত্যা দিবস পালন৭৫ পরবর্তী দোসরেরা দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো’ Post Views: ৪২৪ SHARES Uncategorized বিষয়: