নবীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সঞ্জয়, সম্পাদক জহির বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০ বিজয়নগর নিউজ ডেস্ক:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শনিবার(১৪/১১) দুপুরে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি-সঞ্জয় সাহা (আমাদের সময় ও আমাদের কুমিল্লা) ও সাধারন সম্পাদক- জহিরুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল), সহ-সভাপতি -অধ্যক্ষ রফিকুল ইসলাম( ইনকিলাব), সহ-সাধারণ সম্পাদক -খাইরুল এনাম(আজকের প্রভাত), সাংগঠনিক সম্পাদক -মনির হোসেন(খবরপত্র), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক -সায়্যিদ আহম্মেদ রাফি( বিশ্ব মানচিত্র), অর্থ ও দপ্তর সম্পাদক -খাইরুল ইসলাম(ডেসটিনি), আপ্যা: ও সাংস্কৃতিক সম্পাদক- মনির হোসেন(আলোর জগত),তথ্য ও প্রযুক্তি সম্পাদক- আনোয়ার হোসেন, (বাংলাদেশ মিডিয়া),কার্যকরী সদস্য- রেজাউল করিম বাবুল, সাহেদ আহম্মেদ সৌরভ(একুশের বাণী)। সাধারণ সদস্য -টিটন পাল(আজকালের খবর), খান জাহান চৌধুরী (বাংলাদেশের খবর), হেবজুল বাহার(মার্তৃজগত), কাউছার আলম ভুইয়া অপু(দিন প্রতিদিন)। Related posts:ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ১৭ জন নেতাব্যতিক্রমী উদ্যোগ বিজয়নগরের ইউএনও আরাফাতের৭ মার্চে বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন Post Views: ৩৮৯ SHARES Uncategorized বিষয়: