ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।মানববন্ধন চলাকালে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীলিপ কুমার নাগ, সাধারন সম্পাদক প্রদ্যুৎ নাগ,সহ-সভাপতি জহর লাল সাহা, সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি আচার্য, সদস্য সুবোধ দাস,এডভোকেট সুভাষ দাস, আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুহাষ চৌধুরী। মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। মানববন্ধনে বক্তারা বলেন,সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন অব্যাহত রয়েছে। বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পরিকল্পিত ভাবে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদেরকে নানা অজুহাতে বহিস্কার করা হচ্ছে। গত বুধবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দাসপাড়ায় হামলার ঘটনা ঘটেছে। মুরাদনগরের কোরবানপুরে পরিকল্পীত ভাবে হামলা করা হয়েছে। এই হামলায় বিএনপি, জামায়াত এবং আওয়ামীলীগ জরিত রয়েছে বলে দাবী করেন। পাশপাশি সারাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের পাশপাশি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ ৭২এর সংবিধান মৌল আদলে ফিরিয়ে আনারও দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের হুশিয়ারী উচ্চারন করা হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।