ফেসবুক লাইভে এসে যুবকের বিষ পানে মৃত্যু! বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ বিজয়নগর নিউজ ডেস্ক:- ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে ফেসবুক লাইভে এসে বিষ পান করে পারভেজ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের খৈয়াসার এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, খৈয়াসার এলাকার জীবন মিয়া নামে এক পাইপ ফিটিংস মিস্ত্রির সঙ্গে কাজ করতেন পারভেজ। জীবনের কাছ থেকে সুদে টাকা ধার নেন তিনি। কিন্তু সেই টাকা তিনি শোধ করতে পারছিলেন না। এ নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে জীবন তার সহযোগীদের নিয়ে পারভেজকে মারধর করেন। এরপর শুক্রবার দুপুরে ফেসবুক লাইভে এসে বিষ পান করে আত্মহত্যা করেন পারভেজ। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন জীবন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জীবনকে ধরার চেষ্টা চলছে। তাকে পেলে পুরো ঘটনা জানা যাবে। Related posts:বিজয়নগরে মহান স্বাধীনতা দিবস উদযাপনবিজয়নগরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালনে যুব উন্নয়ন কর্মকর্তার নানা অনিয়মের অভিযোগ!আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম এর মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক Post Views: ৪৫৬ SHARES Uncategorized বিষয়: