বীর মুক্তিযোদ্ধা আমানুল হক িসেন্টু শায়িত হলেন মায়ের কবরের পাশে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের নেতা আমানুল হক সেন্টু আর তিনি। আওয়ামী লীগের দু:সময়ের দাপুটে নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক আমানুল হক সেন্টুর । শহরের টেংকেরপাড় মসজিদে জুমার নামাজের পর তার প্রথম নামাজে অনুষ্ঠিত হয়। এখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। জানাযার পূর্বে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, সাবেক সচিব মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও,জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চেীধুরী ও মাঈন উদ্দিন মঈন, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান আনসারী প্রমুখ। আমানুল হক সেন্টু ১৯৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন। এরপর ১৯৭৮ সালে মহকুমা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক হন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,সহ-সভাপতি এবং সর্বশেষ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দলের নেকাকর্মীরা জানান, সেন্টু ছিলেন দলের দু:সময়ের কান্ডারি। আজকে যারা দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তারা অনেকেই তার সৃষ্টি। নেতা তৈরীর কারিগর ছিলেন তিনি। বাদ আছর তার দ্বিতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয় শহরতলীর বিজেশ্বর গ্রামে। সেখানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যৃকালে তিনি স্ত্রী,২মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন। আমানুল হক সেন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, জেলার বাঞ্ছারামপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ক্যাপ্টেন অব.এবিএম তাজুল ইসলাম, নবীনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, নাসিরনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। Related posts:আগরতলায় ভাঙা হলো মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভএখন নারীরা ভোট দিলেই নৌকার জয় হয়: মোকতাদির চৌধুরী এমপিব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ৩ চিকিৎসকসহ ১৩জন করোনায় আক্রান্ত Post Views: ৪৯৩ SHARES Uncategorized বিষয়: