বিজয়নগরে পাওনা টাকা চাওয়াতে হুমকি! থানায় অভিযোগ

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

বিজয়নগর নিউজ ডেস্ক:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাওনা টাকা চাওয়ায় এখন উল্টো কাউসার আহমেদ কে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।কাউসার আহমেদ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখন তিনি বিজয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বিষ্ণু পুর ইউনিয়নের কালাছড়া গ্রামে। কাউসার আহমেদ জানান, কামরুল ইসলাম ও রফিকুল ইসলামের কাছে তিনি টাকা পেতেন।রফিকুল ইসলামের কাছে পাওনা সব টাকা আদায় করে দেন স্থানীয় হারিছ মেম্বার। আর কামরুল ইসলামের টাকা স্থানীয় হানিফ মেম্বারের নেতৃত্বে সালিশের মাধ্যমে আদায় করা হয়। এবং ৭০ (সত্তর) হাজার টাকা বাকি থাকে যে পরবর্তীতে দেওয়া হবে। কিন্তু এখন ৭০ হাজার টাকা না দিয়ে উল্টো আরো বেশি টাকা কাউসার কে দিয়েছেন বলে দাবী করছেন কামরুল ইসলাম। কাউসার আরো জানান, এ ঘটনা অবহিত করা হয়েছে হানিফ মেম্বার, হোসেন মেম্বার,আব্দুল আহাদ মেম্বার, বাচ্চু মেম্বার।৭০ ( সত্তর) হাজার টাকা তিনি যেন পান সেজন্য তিনি সুষ্টু বিচারের দাবী জানান। এখন তিনি বিভিন্ন ধরণের হুমকির শিকার হচ্ছেন।নিরাপত্তাহীনতায় রয়েছে তার পরিবার।একারনে কাউসার আহমেদ বিজয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে হারিছ মেম্বার ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, কাউসার আহমেদ উপজেলার কালাছড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।