স্বাস্থ্য বিধি মেনে বিজয়নগর উপজেলায় শুরু হল শারদীয় দূর্গোৎসব

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিজয়নগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা মহাষষ্ঠীতে চন্ডী পাঠ ও পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। পুজোর প্রথম দিনে বৃহস্পতিবার সকালে ধূপ-ধ্বনি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে দুর্গাদেবীর ষষ্ঠীর ঘট বসছে। সন্ধ্যায় দেবী দূর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে। জেলায় এবার ৫৬৬টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। প্রতিটি মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে এই উৎসব পালন করতে জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। অন্যান্য বছর ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে এই উৎসব পালন করা হলেও এবছর করোনার কারণে কেবল পূজা সংশ্লিষ্ট ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবের।