বিজয়নগরে কৃষকদের মাঝে বীজ বিতরণ

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

মুখলেছুর রহমান অভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বীজ বিতরণের উদ্বোধন করেন বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসার কে.এম. ইয়াসির আরাফাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. খিজির হোসেন প্রামাণিক, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, ফালগুনী টিভির জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান অভি, উপ সহকারী কৃষি অফিসার নুরে আলম প্রমুখ। উপজেলা কৃষি অফিসার খিজির হোসেন জানান, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ কৃষকরা যাতে চাষ করতে পারে সেজন্য প্রত্যেক ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতাই আজ ইছাপুরা ইউনিয়নের ১০০ জন কৃষক-কৃষাণী কে ঢেঁড়স, পুঁইশাক,ফালনশাক, বেগুন, মুলা সহ ১৪ ধরনের বীজ প্রদান করা হয়েছে।