পুলিশে আরেকটি বড় রদবদল বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ বিজয়নগর নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে আরেকটি বড় রদবদল হয়েছে। রাজশাহীর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তারসহ চার ডিআইজিকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আগামী সপ্তাহে আরো রদবদল আসছে বলে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। বদলি হওয়া অন্যদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরকে বিশেষ শাখায় (এসবি), রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও এসবির ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, আগামি সপ্তাহেও আরেকটি বড় ধরনের রদবদল হওয়ার সম্ভবনা আছে। ওই রদবদলে দুই/এক জন অতিরিক্ত আইজিপি ও পুলিশ সুপার থাকবেন। Related posts:ইতিহাসের এ-ই দিনে১০ই মার্চ১৯৭১মহান মে দিবসনাসিরনগরে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত- ১ Post Views: ৫২৬ SHARES আইন-আদালত বিষয়: পুলিশবাংলাদেশ