বিজয়নগরে ভূমি দস্যুর হুমকির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় সাহিদ মিয়ার পরিবার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০ বিজয়নগর নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপি‘র সেজামুড়া গ্রামে প্রতারণা করে জমি দখল করার অভিযোগে ভূমি দস্যু ও প্রতারক শামীম মিয়া গংদের বিরুদ্ধে মামলা হলে, মামলা তুলে নিতে ভূমি দস্যুরা প্রকাশ্যে জমির মালিক সাহিদ মিয়ার পরিবারকে বেদম প্রহার করে এবং মিথ্যা মামলায় ফাঁসানো সহ অস্ত্র দেখিয়ে প্রাননাশের হুমকি দেয়। যার কারনে জমির প্রকৃত মালিক ও তার পরিবারের সদস্যরা প্রাণনাশের ভয়ে আতংকে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনার পর বিজয়নগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিজয়নগর থানার মামলা নং ১০। এরপর থেকেই মামলার আসামীরা আরও বেপরোয়া হয়ে মামলার বাদীকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ভূমি দস্যুদের ভয়ে জমির মালিক মামলার বাদী সাহিদ মিয়া তার পরিবারের সদস্যদের প্রাণ নিয়ে আতংকে রয়েছেন। উক্ত বিষয়ে সাহিদ মিয়া বাদি হয়ে ভূমি দস্যু শামীম মিয়া(৩৫) পিতা- মৃত সহিদ মিয়া, সুমন মিয়া(৩৮) পিতা- ঐ,জুয়েল মিয়া (৩২) পিতা- মৃত ছিদ্দিক চৌধুরী, আনু মিয়া(৪০)পিতা- দিলু মেম্বার, বাবুল মিয়া (৩৯) পিতা- মৃত সহিদ মিয়া, সেলিম মিয়া(৫০) পিতা- মৃত ছিদ্দিক চৌধুরী, সর্ব সাং-সেজামুড়া,তাদেরকে বিবাদী করে বিজয়নগর থানায় একটি জি,ডি এন্ট্রি করেন, যার নং- ৭৫৪। ভুক্তভূগীর পরিবার সূত্রে জানাগেছে, সাহিদ মিয়ার জমি নিয়ে সরকার পক্ষের সাথে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন আছে। এই সুযোগে সেজামুড়া গ্রামের ভূমি দস্যু শামীম মিয়া গংরা জোরপূর্বক একই গ্রামের সাহিদ মিয়ার জমি দখল করেন। এ ব্যাপারে সাহিদ মিয়া একটি মামলা দায়ের করেন । মামলাটি প্রত্যাহারের জন্য শামীম মিয়া গংরা বাদী সাহিদ মিয়া ও তার পরিবারের সদস্যদেরকে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। এবিষয়ে ভুক্তভুগী সাহিদ মিয়া বলেন ভূমিদস্যুদের বিরুদ্ধে আমি মামলা প্রত্যাহার না করাই গত ২৪/০৭/২০২০ ইং তারিখে ভূমিদস্যু শামীম মিয়া গংরা মামলা প্রত্যাহার করার জন্য আমার বাড়িতে এসে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে যেকোন মিথ্যা মামলায় ফাঁসানো সহ প্রাণনশের হুমকি দিয়ে যায়। এ অবস্থা থেকে পরিত্রানের জন্য পুলিশ প্রসাশনের সুদৃষ্টি কামনা করছি এবং ভূমিদস্যু ও হুমকিদাতা সন্ত্রাসী সামীম মিয়া গংদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। Related posts:অধ্যাপক এমাজউদ্দীন আহমদ আর নেইঅবসরপ্রাপ্ত শিক্ষক হান্নান চৌধুরী মৃত্যুতে মোক্তাদির চৌধুরী এম পি র শোকমুক্তিযোদ্ধারা পাচ্ছেন বিশেষ জাতীয় পরিচয়পত্র Post Views: ৫৬৪ SHARES আইন-আদালত বিষয়: জমিপাহাড়পুরবিজয়নগরভূমিদস্যুশামীমসেজামুড়া