বিজয়নগরে বসত ভিটায় ফেরার দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মিরপুর গ্রামে নিজ বসত ভিটায় ফেরার দাবীতে সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তারা অভিযোগ করে বলেন, প্রায় দেড় বছর আগে মিরপুর গ্রামে চামুর গোষ্ঠি ও টোটার গোষ্টির মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে ৩ জন নিহত হয়। এ ঘটনার পর থেকে চামুর গোষ্ঠির ৬০ টি পরিবারের প্রায় ৩ শতাধিক লোক পুণরায় হামলার ভয়ে গ্রামে তাদের বসত ভিটায় ফিরতে পারছে না। পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয় বর্তমান করোনাকালীন সময়ে বসত ভিটায় ফিরতে না পেরে তারা মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন অহিদ মিয়া, নায়েব আলী, ইউনুস মিয়া প্রমূখ। Related posts:আপনারা বিজ্ঞান শিখুন, বিজ্ঞান এগিয়ে নিয়ে যাবে মোক্তাদির চৌধুরী এম পিঅসামাজিক কার্যকলাপ, মহিলা ভাইস চেয়ারম্যানকে আটকে বিয়ে দিলেন এলাকাবাসীআমি জীবিত আছি, আমাকে হেল্প করুন Post Views: ৫৩০ SHARES আইন-আদালত বিষয়: