ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে করোনা আক্রান্ত রোগী গায়েব! বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত রোগী আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গেছে। রোববার বিকেল থেকে জেলা সদর হাসপাতালের স্থাপিত আইসোলেশন সেন্টার ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইন্সটিটিউটে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা যায়, ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে স্থাপিত আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ নামের এক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়ি জেলার সরাইল উপজেলার টিঘর গ্রামে। তিনি ওই এলাকার মৃত আনোয়ার-উজ জামানের ছেলে। তিনি নিখোঁজ হওয়ার পর তার বাড়িতেও খুঁজে পাওয়া যায়নি তাকে। ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, করোনা আক্রান্ত রোগী আইসোলেশন থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ বলেন, নিখোঁজ রোগীকে খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। Related posts:সরাইলে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া আর নেই৫ আগস্ট শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী।আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের আহবান মৃনাল চৌধুরী লিটন Post Views: ৫২৬ SHARES আইন-আদালত বিষয়: