শিল্পপতি এম আব্দুল মোমেন আর নেই উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পির শোক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ বিশিষ্ট ব্যবসায়ী এম আব্দুল মোনেম মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি আজ রোববার সকাল ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, স্ট্রোক করলে গত ১৭ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল মোনেমের জানাজা ও দাফন তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বরে সম্পন্ন হবে। মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম। তার হাতে গড়া আব্দুল মোনেম লিমিটেড দেশের অবকাঠামোগত উন্নয়নে নেতৃত্ব দেয়ার লক্ষ্য নিয়ে ১৯৫৭ সালে এএমএল কন্সট্রাকশন দিয়ে যাত্রা শুরু করে। ১৯৮২ সালে আইসক্রিম ইউনিট, ১৯৮২ সালে বেভারেজ ইউনিট, ২০০০ সালে ম্যাংগো পাল্প প্রেসেসিং, ২০০৪ সালে ইগলু ফুডস, ড্যানিস বাংলা ইমালসন, সিকিউরিটি ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইগলু ডেইরি প্রোডাক্টস লিমিটেড, ২০০৭ সালে সুগার রিফাইনারি লিমিটেড ও এম এনার্জি লিমিটেড, ২০০৮ সালে নোভাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ২০১০ সালে এএম আসফাল্ট অ্যান্ড রেডিমিক্স লিমিটেড, ২০১২ সালে এএম অটো ব্রিকস লিমিটেড, ২০১৪ সালে এএম ব্র্যান অয়েল কোম্পানি এবং ২০১৫ সালে আব্দুল মোনেম ইকোনমিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপে পরিণত হয়েছে। এএম বেভারেজ ইউনিটের অধীনে এএমএল কোকাকোলা ব্র্যান্ডের কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইট বোতলজাত করে আসছে। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি শোক বার্তা তিনি বলেন এমন ছিলেন একজন দেশপ্রেমিক ব্যবসায়ী তার মৃত্যুতে দেশের ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয় Related posts:বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রীএসএসসির পরীক্ষায় মা-মেয়ে একসাথে পাসএকজন শহীদ-কন্যার বাবার স্মৃতি Post Views: ৬৫৮ SHARES Uncategorized বিষয়: