এক যুবলীগ হত্যা করলেন আরেক যুবলীগ নেতাকে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মে ৩০, ২০২০ বিজয়নগর নিউজ।। সন্ত্রাসী হামলার শিকার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের যুগ্মসম্পাদক আবু নাছির (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে নাছিরের ভাগিনা সোহাগ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছিরের মৃত্যু হয়। মরদেহ এখন ধানমন্ডি থানায় আছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ বিজয়নগরের বাড়িতে নেওয়া হবে।’ নাছির বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামূড়া গ্রামের আবু শামার ছেলে। গত ২৪ মে পূর্ব শত্রুতার জেরে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার ভূঁইয়া ও তার সহযোগীরা লোহার রড ও শাবল দিয়ে বেধড়ক পিটিয়ে নাছিরের ডান হাত ও ডান পা ভেঙে দেয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে যদি উল্লেখ থাকে আঘাতজনিত কারণে নাছিরের মৃত্যু হয়েছে, তাহলে তার বাবার করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। কাউসারসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।’ Related posts:বীর মুক্তিযোদ্ধা এড মমতাজ বেগমের মৃর্ত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোকপ্রকাশজনপ্রশাসন, জনসেবা ও করোনা ভাইরাস সমাচারসাংবাদিক গনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে Post Views: ৬২১ SHARES আইন-আদালত বিষয়: