বিজয়নগরে দু’পক্ষের হামলায় ১২ জন আহত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মে ৫, ২০২০ :বিজয়নগরে গত সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের হামলায় প্রয় ১২ জন আহত হয়েছে । আহত ।ইয়ারমিন(৩),আমজাদ খান(৫৫) ,হাসিম (৪৫),মনির (৩০),হাফিজ (২০),মিশু (২৫),আনোয়ার (৩৫),মাসুক (৩৩),ফুলনেছা ৬৫ সহ আহতের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান ,হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের সাবেক মেম্বার হাসেম ও জহির মুহুরির বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আজ সোমবার দুপুর ১২ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্র নিয়ে উভয় পক্ষের হামলায় উভয় পক্ষের প্রায় ১২ চন লোক আহত হয়েছে। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে বিজয়নগর থানার ওসি মো: আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান , সাবেক মেম্বার হাসেম ও জহির মুহুরি এখতারপুর গ্রামে বাড়ির সামনের রাস্তার জায়গার মালিকানা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হলে প্রায় ১২ জন আহত হয় এবং পুলিশ খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়্ । Related posts:জামালউদ্দীনের মৃত্যুতে সাবেক ছাএনেতা মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশনবীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সঞ্জয়, সম্পাদক জহিরসাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই Post Views: ৩৭৫ SHARES Uncategorized বিষয়: