ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ৩ চিকিৎসকসহ ১৩জন করোনায় আক্রান্ত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০ ব্রহ্মণবাড়িয়ায় আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন চিকিৎসক ও তিনজন স্বাস্থ্য কর্মী ও রয়েছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আক্রান্তদের রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারের দুইজন চিকিৎসক সহ ৭ জন, আখাউড়া উপজেলায় ৫ জন ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন। এর আগে মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৯। এর মধ্যে দুইজন মারা গেছেন। বাকিরা আইসোলেশনে রয়েছেন। Related posts:বিজয়নগরে অবরোধের শেষ দিনেও নেই কোন প্রতিক্রিয়াব্রাহ্মণবাড়িয়ারায় বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল আটকব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন একহাজার দরিদ্র পরিবার Post Views: ৬১৯ SHARES Uncategorized বিষয়: