বিজয়নগরে ক্ষুধার্ত মানুষের হাতে খাবার পৌঁছে দিচ্ছে ছাত্রলীগনেতা এমদাদ সাগর বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : করোনায় সারাদেশ লকডাউন। অসহায় ও দরিদ্র মানুষগুলো তাকিয়ে আছে সহায়তার দিকে। একটু খাবার পাওয়ার আশায়। তারা তাকিয়ে থাকে সেই রাস্তার দিকে। এই বুঝি কোন একটা গাড়ি সাহায্য নিয়ে এসে থামবে তাদের সামনে। সারা দেশের এই ক্রান্তিলগ্নে রাস্তায় ক্ষুধার্ত ও অসহায় মানুষের হাতে হাতে নিজ উদ্যোগে খাবার পৌঁছে দিচ্ছেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদ সাগর। তথ্যমতে,বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় ১৫০ জন অসহায় ও দিনমুজুর মানুষদের হাতে হাতে এই খাবার পৌঁছে দেন তিনি। তার নিজস্ব সাধ্যমত অসহায় মানুষদের হাতে কলা, তরমুজ, আনারস ও ডিম দেয়া হয়। এব্যাপারে এমদাদ সাগর এর সাথে কথা বললে তিনি জানান,দেশের যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ মাঠ পর্যায়ে থেকে দেশের জন্য কাজ করে গেছে। করোনা পরিস্থিতিও তার ভিন্ন নয়। সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট জিবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। আমিও বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সবসময়ই চাই দেশের দরিদ্র ও অসহায় মানুষ যেন সবসময় ভালো থাকে। আর সেই জায়গা থেকেই আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করছি অসহায়,দরিদ্র ও মেহনতি মানুষের পাশে থাকার। সারা দেশের ন্যায় বিজয়নগর উপজেলার মানুষ যখন ঘরবন্দি। ঠিক তখনই বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মানুষের নিকট সাহায্য পৌঁছে দিচ্ছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রিয়াদস্থ বিজয়নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা কাজী আশিক,বিজয়নগর উপজেলা ছাত্রলীগেরর যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান,ছাত্রলীগ নেতা মনির প্রমুখ। Related posts:আগামীকাল ২৬শে অক্টোবর শনিবার কমিউনিটি পুলিশং ডে দিবসমুক্তিযুদ্ধ প্রতিদিনঃ ১৪ ডিসেম্বর,অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন Post Views: ৭২৭ SHARES জাতীয় বিষয়: এমদাদ সাগরকরোনাখাদ্যদ্রব্য বিতরণছাত্রলীগবিজয়নগর