রাতের আঁধারেও কর্মহীনদের পাশে ইউএনও মেহের নিগার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ তানভীর আমিদ রাজীব: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়ও অঘোষিত লকডাউন চলছে। ফলে এখানে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিজয়নগরের কয়েকটি এলাকার নিম্ন আয়ের মানুষের দুর্দশার খবরে রাতেই খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কর্মহীন পরিবারের মাঝে এসব সামগ্রী বিলি করেন। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার ইসলামপুর, শশুই ও বিরপাশার কর্মহীন পরিবারের মাঝে সামাজিক দূরত্ব মেনে ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউএনও। এর আগে সকালে ইছাপুরা ইউনিয়নের কয়েকটি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন। ত্রাণ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, প্রেসক্লাব সাধারণ সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু, মহিলা মেম্বার নিলুফা ইয়াছমিন, আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সি,এ কামরুল ইসলাম প্রমুখ। Related posts:করোনার দ্বিতীয় ঢেউ: আমাদের করণীয়গণগ্রন্থাগার অধিদপ্তরে ২২৩ পদে নিয়োগবিজয়নগরে পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্টিত Post Views: ৫৯২ SHARES জাতীয় বিষয়: খাদ্যদ্রব্য বিতরণনির্বাহী কর্মকর্তাপ্রেসক্লাব বিজয়নগরবিজয়নগরবুধন্তী ইউপিমেহের নিগার