বিজয়নগরে ১০ টাকা কেজি চালের ১৪ বস্তা চাল আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি ভাবে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি ধরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে ১৪ বস্তা চাল রাস্তার মধ্যে আটক করা হয়েছে। ( ১২ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় রাস্তার মধ্যে এ চাল গুলো আটক করা হয়। জানা যায়, উপজেলার বিষ্ণুপুর রানোর বাজারের ডিলার মো: শাহিন মিয়ার গোডাউন থেকে টমটম গাড়ি দিয়ে নেয়ার পথে দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় স্থানীয়দের হাতে গাড়িসহ ১৪ বস্তা চাল আটক করা হয়। এসময় স্থানীদের খবর পেয়ে এলাকার ইউপি সদস্য আক্তার মিয়া,হোমায়ন মিয়া ও শিল্পী তাভরিজ সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়। তাবরিজ সরকার বলেন, আমরা খবর পেয়ে ঘটনার স্থলে যায়। গিয়ে টমটম চাকলকে জিঞ্জাসা করলে তারা বলেন, ডিলার শাহিন মিয়া এ চাউল বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যানে নিকট রেখে আসতে পাঠিয়েছেন। পরে আমরা উপজেলা প্রশাসনকে অবগত করি। তার পর প্রশাসনের লোকজন এসে চালগুলো উপজেলায় নিয়ে গেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মেহের নিগার বলেন, আমি খবর পেয়ে লোক পাঠিয়েছি। চাল গুলো উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে এবং চাল চোরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। Related posts:ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিতবিজয়নগরে শান্তি সমাবেশ অনুষ্ঠিতডা: জাফরুল্লাহ চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে মত বিনিময় Post Views: ৫৯৪ SHARES আইন-আদালত বিষয়: উপজেলা নির্বাহী কর্মকর্তাচাউলবিজয়নগরবিষ্ণুপুর ইউপিমেহের নিগার