বিজয়নগরে প্রথমবারের মত ২জন করোনা পজিটিভ রোগীর সন্ধান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রথমবারের মত ২জন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেছে । এর মধ্যে ১ জন হোম কোয়রেন্টে আছে এবং অপরজন উপজেলা হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়রেন্টাইনে অবস্তান করছে। এ উপলক্ষে হরষপুর ইউনিয়নের পাচগাও ,বাগদিয়া খৈচাপুরা ,সোনামুড়া এবং উপজেলা হাসপাতার সংলগ্ন গ্রামকে লক ডাউন করা হয়েছে। এ ব্যাপারে বিজয়নগর হাসপাতালের ভারপ্রাপ্ত(টিএচও) ডা: আশরাফুল আলম স্বপন বলেন ,গত বুধবার উপজেলার হরষপুর ইউনিয়নের পাচগাওঁ গ্রামের হোম কোয়ারেন্টে থাকা আব্দূল বাছিরের ছেলে জাকির হোসেন(৩৫) ও প্রাতিষ্ঠানিক কোয়রেন্টাইনে থাকা চিনাই গ্রামের আবু নেসার ছেলে মোবারক হোসেন (১৮) সহ কোয়ারেন্টে থাকা ৬ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা নমুনা সংগ্রহ টিম ঢাকায় প্রেরন করে । আজ শনিবার রিপোর্ট আসলে জাকির হোসেন ও মোবারেক হোসেন এর রেজাল্ট পজিটিভ আসে এবং বাকী ৪ জনের নেগেটিভ আসে । এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন ,কোভিড ১৯ পজিটিভ রেজাল্ট আসায় হাসপাতাল ও আক্রান্ত এলাকার কয়েকটা গ্রামকে লক ডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা লোকদের হোম কোয়ারেন্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেইসাথে উপজেলা বাসীকে ঘরে থাকার জন্য বলা হয়েছে। Related posts:তান্ডবকারীদের বিচার দাবি, হেফাজতের মুফতি রহিম কাসেমীর পদত্যাগআপনাদের অসম্পূর্ণ সকল কাজের দায়িত্ব আমি নিলাম: মোকতাদির চৌধুরীবঙ্গবন্ধুর দিনলিপিতে ঐতিহাসিক ৭ই জুন Post Views: ৬৯৭ SHARES জাতীয় বিষয়: