চম্পকনগরে ব্যাবসায়ী দুলাল মিয়া এান সামগ্রী বিতরন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে উপজেলার চম্পকনগর বাজারে , পাড়া মহল্লায় করোনা ভাইরাস সচেতনতার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন চম্পকনগর বাজারের ব্যাবসায়ী দুলাল মিয়া ।তিনি উপজেলাবাসীর পাশে থেকে করোনা ভাইরাস সচেতনতা লক্ষ্যে এলাকায় জনসচেতনায় বৃদ্ধির জন্য নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।পাশাপাশি । আজ সন্বায় বিজয়নগর উপজেলা চম্পকনগর এলাকায় তিনি ৩০০শতপরিবারের মাঝে চাউল ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন করোনা ভাইরাসের বিষয়ে সবাই যেন সর্তকতা অবলম্বন করেন সে বিষয়ে সরকারের বিভিন্ন নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের জন্য আহবান করা হয়। আর করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের একমাত্র যুদ্ধ হল ঘরে থাকা। অপ্রয়োজনে বাহিরে বেড় না হওয়া। Related posts:এর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নিঅসাম্প্রদায়িক ও মানবিক বঙ্গবন্ধুনাসিরনগরে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১ জন Post Views: ৬৭৩ SHARES Uncategorized বিষয়: