৬১ জন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০ বিজয়নগর নিউজ।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬১ জন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে পুলিশি বাধার কারণে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করতে না পেরে সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মুক্তিযোদ্ধারা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিলদার তারা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন খ্যাতনামা নারী মুক্তিযোদ্ধা সায়রা বেগম, মুক্তিযোদ্ধা কাজী হারিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূঞা, বুধন্তি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিতু মিয়া, ইছাপুরা ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান জিয়াউল হক বকুল, সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঞা, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান আবুল কালাম আজাদ, বিজয়নগর প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন, চান্দুরা ইউপি চেয়ারম্যান এম.এ. সামিউল হক চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে হেলাল মোর্শেদ, মেজর জেনারেল সাঈদ, মেজর জেনারেল নাসিম, সেনা প্রধান কে.এম. সফিউল্লাহ’র নেতৃত্বে ছায়েরা বেগমসহ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। তাদের সাটিফিকেটে ভিত্তিতেই মুক্তিযোদ্ধাদের সকল-সুযোগ সুবিধা ও ভাতা ২০০১সালের জুন মাস থেকে পর্যায়ক্রমে সকল মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছিল। হঠাৎ ১৮ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মন্ত্রীর উদ্বৃতি দিয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এক লিখিত নির্দেশে ৬১ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করেন। সেখানে বলা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর টেলিফোনিক নির্দেশনা রয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট শাখারও নির্দেশনা রয়েছে। ভাতা বন্ধ এবং ভাতার টাকা ফেরতের ঘটনায় নিন্দা জানিয়ে বিষয়টি সমাধানে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভাতা থেকে বঞ্চিত মুক্তিযোদ্ধারা। Related posts:বিজয়নগরে এশিয়ান টেলিভিশনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনশহীদ নুর হোসেন স্মরনে Post Views: ৭৬৩ SHARES অর্থনৈতিক বিষয়: