বিজয়নগরে মাটি কাটাকে কেন্দ্র করে হামলা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ , বিজয়নগর, সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটি কাটাকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয়েছে। এজহার সূত্রে জানা যায়, হরষপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামের মৃত:আঃ ছাত্তারের ছেলে মোঃ ফরিদ মিয়া তার নিজ মালিকীয় পুকুর থেকে লেবার দিয়ে মাটি কাটা অবস্থায় তার কাজ তদারকি করার সময় পূব পরিকল্পনা মোতাবেক একই গ্রামের আঃ ছামাদের ছেলে ফায়েজ মিয়া (৪৮), সৈয়দ আহাম্মদের ছেলে মোস্তাক আহম্মদ (৩০), মোঃ মেহেদী (২৫), মোঃ জাহিদ মিা (২১), মোঃ মোজাহিদ (২০) এবং মোঃ রৌফ মিয়া ও তার ছেলে জসিম মিয়া দেশীয় অস্্র নিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে আঘাতের পর আঘাত করে রক্তাত্ব করেন। তার হাতে থাকা দামী মোবাইল ফোন ও নগদ আট হাজার টাকা ছিনিয়ে নেয়। এমতবস্তায় লোকজন দৌড়িয়ে এসে তাকে উদ্ধার করেন এবং রক্তাত্ব অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এ বিষয়ে ফরিদ মিয়ার ভাই মোঃ ফারুক মিয়া বাদী হয়ে গত ০২-০২-২০২০ ইং তারিখে বিজয়নগর থানায় উপরোক্ত লোকদেরকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার বাদী মোঃ ফারুক মিয়া সাংবাদিকদের জানান, আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছেন এবং তাকে পুনরায় গত ০৭-০২-২০২০ ইং তারিখে আঘাত করেন । এ বিষয়ে পুনরায় থানায় অভিযোগ দায়ের করা হলেও আসামীরা আইনকে তোয়াক্কা না করে হুমকি- দুমকি দিচ্ছেন। Related posts:আজ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মদিনবিজয়নগর চলমান উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেছেন নাসিমা মুকাই আলীব্রাহ্মণবাড়িয়া ভন্ড কবিরাজ মাদক সহ আটক Post Views: ৭৬১ SHARES আইন-আদালত বিষয়: