সাংবাদিক সারোয়ার হাজারীকে মৃনাল চৌধুরী লিটনের অভিনন্দন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ বিজয়নগর নিউজ সরকার অনুমোদিত অভিযান এর চেয়ারম্যান, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইট টাইমস২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক, এশিয়ান এইজ ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি, স্বনামধন্য লেখক মোঃ সারুয়ার হাজারী এশিয়ান টিভিতে বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি হিসেবে গতকাল রবিবার সকাল ১০ টার সময় যোগদান করেছেন । জানা যায়, গতকাল তার হাতে নিয়োগপত্র তুলে দেন, এশিয়ান টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মোহাস্মদ শেখ কাদির । পরে উক্ত টিভির আইটি শাখা থেকে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেন। তার পেশাগত দ্বায়িত্ব পালনে তিনি বিজয়নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন । অভিনন্দন বিজয়নগর উপজেলার কৃতিসন্তান ও প্রেসক্লাব বিজয়নগরের সদশ্য ও সাপ্তাহিক তিতাসবানী পএিকার বার্তা সম্পাদক মো সারোওয়ার হাজারী পলাশ এসিয়ান টিভি বিজয়নগর উপজেলার প্রতিনিধি নিয়োগ পাওয়ায় প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন তাকে অভিনন্দন ও শুভেেচ্ছা জানান তার কর্ম কান্ডের মাধ্যমে বিজয়নগরে এসিয়ান টিভির সাধারন মানুষের নিকট পৌছে দিবেন Related posts:মুক্তিযোদ্ধারা পাচ্ছেন বিশেষ জাতীয় পরিচয়পত্রব্রাহ্মনবাড়ীয়া রেজিস্ট্রি অফিসের পিয়ন ইয়াছিনের ৩ স্ত্রী, তিন ফ্ল্যাট-বাড়িবীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট হারিস উদ্দিন আহমেদএর মৃত্যুতে প্রেসক্লাব বিজয়নগরের শোক Post Views: ৬৫৫ SHARES গণমাধ্যম বিষয়: