ঢাকা বিশ্ববিদ্যালয়: ডাকসু কার্যালয়ে ভিপি নুরুল হকের ওপর হামলা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নুরুল হক সহ অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী জানিয়েছেন, দুই পক্ষ মিলে মারামারি করেছে, তারা পরিস্থিতি শান্ত করেছেন। এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী, একটি অনলাইন সংবাদপত্রের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোঃ সিরাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলছেন, ”রবিবার দুপুরে মুক্তিযোদ্ধা মঞ্চ নামের একটি সংগঠনের একাংশের নেতাকর্মীরা ডাকসুর ভিপি নুরুল হকের কার্যালয়ে শিবির আছে বলে ইটপাটকেল মারতে শুরু করে।” ”এর খানিকক্ষণ পরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কয়েকজন নেতাকর্মী সেই কার্যালয়ে প্রবেশ করে নুরুলকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রাখতে বলেন। তখন নুরুল সনজিতকে বলেন, সাদ্দাম তো ডাকসু নেতা, কিন্তু আপনি কে? এই প্রশ্নে জবাবে সনজিত উত্তেজিত হয়ে বলেন, আমি কে, তা কিছুক্ষণের মধ্যেই বুঝবি।” ”এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ভিপির কক্ষে ঢুকে হামলা করে। সেখানে তারা লাইট বন্ধ করে রড, বাঁশ, লাঠি দিয়ে হামলা করে। সাংবাদিকরা ভিডিও করার চেষ্টা করলে তাদের মোবাইল কেড়ে নেয়া হয়,” জানান সিরাজুল ইসলাম Related posts:ইতিহাসের এ-ই দিনে১০ই মার্চ১৯৭১আজ ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিনইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে নিয়োগ পাওয়ায় ফাহিমা খাতুনকে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ... Post Views: ৪৭৮ SHARES আইন-আদালত বিষয়: