সোমবারের জে এস সি পরীক্ষাও স্থগিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯ : ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জন্য দেশের ৯ জেলায় ১০ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এই পরিক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও নিধার্রিত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসির বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট- জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে এ পরীক্ষাটি ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ঘূর্ণিঝড় বুলবুলের ছোবল থেকে রক্ষা পেতে জেএসসি ও জেডিসি পরীক্ষার খাতা, প্রশ্নসহ যাবতীয় সরঞ্জাম নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষাবোর্ডগুলোকে। সব সরঞ্জাম নিকটস্থ ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে বা বড় ভবনে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। Related posts:শিব মন্দিরের পুরোহিতের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণ পুরোহিত কল্যান সংঘের নিন্দাবিজয়নগরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে এক হাজার পিস ইয়াবা সহ আটক একজনহুমায়ুন কবীর ভুইয়ার মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশ Post Views: ৬৭৭ SHARES জাতীয় বিষয়: