সোমবারের জে এস সি পরীক্ষাও স্থগিত

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯

: ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জন্য দেশের ৯ জেলায় ১০ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এই পরিক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও নিধার্রিত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসির বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট- জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে এ পরীক্ষাটি ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ঘূর্ণিঝড় বুলবুলের ছোবল থেকে রক্ষা পেতে জেএসসি ও জেডিসি পরীক্ষার খাতা, প্রশ্নসহ যাবতীয় সরঞ্জাম নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষাবোর্ডগুলোকে। সব সরঞ্জাম নিকটস্থ ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে বা বড় ভবনে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।