বর্নাঢ্য অনুষ্টানের মধ্যদিয়ে বিজয়নগর কমিউনিটি পুলিশং ডে পালিত

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

বিজয়নগর নিউজ।। পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ শ্লোগানে বিজয়নগর থানা কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিজয়নগর থানার আয়োজনে থানা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানায় এসে আলোচনা সভায় মিলিত হয়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমাম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলায় নির্বাহী কর্মকর্তা মেহের নিগার আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক এফবিসিসি আইসি প্রাক্তন সভাপতি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠান প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী কমিউনিটি পুলিশের সভাপতি কাজী হারিসুর রহমান বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মিয়া থানার ইন্সপেক্টর তদন্ত সুমন আদিত্য ইসলামপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আতিকুর রহমান আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসান চম্পকনগর পুলিশ ফাঁড়ির যাস নুরুল ইসলাম এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান রতন চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক হামিদুল হক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান উপজেলা ছাত্রলীগ নেতা এমদাদ সাগর কামরুল ইসলাম পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এই বক্তব্য এই শ্লোগানকে ধারণ করে জনগণ যেকোনো প্রয়োজনে যেকোনো সমস্যায় থানার সহযোগিতা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলের আহ্বান জানান অনুষ্ঠান শেষে বিজয়নগর থানার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা সভাপতি র আ ম র উবায়দুল মোকতাদির চৌধুরী সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়