পঙ্কজ দেবনাথকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত প্রধানমন্ত্রীর নির্দেশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় সফরে আজারবাইজান যাওয়ার আগে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের এ নির্দেশ দেন। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতারা বলেন, পঙ্কজ দেবনাথকে অব্যাহতি নয় সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। এর আগে বুধবার (২৩ অক্টোবর) স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। উল্লেখ্য, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বিভিন্ন সময় আলোচনা এসেছে মোল্লা মো. আবু কাওসারের নাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি। অভিযানের প্রথম দিকেই ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র্যাব। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। Related posts:আশুগঞ্জে ২টিতে নৌকা, ৫টিতে বিদ্রোহী ও ১টি বিএনপিরস্বাধীনতা সংগ্রামী ইলা সেনব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান Post Views: ৫৭৮ SHARES Uncategorized বিষয়: