দিল্লিতে চিকিৎসাধীন মোকতাদির চৌধুরী এমপিকে কেবিনে স্থানান্তর বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯ ভারতের দিল্লির মেদান্তা দ্যা মেডিসিটি হাসপাতালে চিকিৎসাধীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মত ও পথ অনলাইনের সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে গতকাল শনিবার হাসপাতালের নিবীড় পর্যবেক্ষণ ইউনিট (আইসিও) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় দায়িত্বরত বিশিষ্ট হৃদরোগ সার্জন শ্রী নরেশ থ্রেহান। তথ্যটি নিশ্চিত করেছেন দিল্লি ফেরত মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মুছা আনছারী। তিনি জানান, স্যারের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। স্যারের রোগমুক্তি কামনা করে দেশের বিভিন্ন উপাশনালয়ে প্রার্থনা করায় তিনি দেশবাসী এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও জানান, ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক মতো হলে আগামী ৫ নবেম্বরের মধ্যে স্যার সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন বলে ডাক্তার জানিয়েছেন। প্রসঙ্গত, গত বুধবার (১৬ অক্টোবর) ভারতের দিল্লির মেদান্তা দ্যা মেডিসিটি হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ সার্জন শ্রী নরেশ থ্রেহান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র বাইপাস সার্জারি সম্পন্ন করেন। অপারেশন পরবর্তী সময়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয। তাঁর শারীরিক অবস্থা ক্রমউন্নতির দিকে দাবিত হওয়ায় গতকাল তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এর আগে গত ১২ অক্টোবর (শনিবার) ওপেন হার্ট সার্জারি করাতে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর আগে তিনি গত ৪ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপালে ভর্তি হয়েছিলেন এবং সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। Related posts:কাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনব্রাহ্মনবাড়ীয়া কোন ধরনের দোকানপাট ১০ই মে খুলছে নাসাবেক মন্ত্রী, রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই Post Views: ৬২৮ SHARES আইন-আদালত বিষয়: