বিজয়নগরের কৃষক আলম হত্যা মামলার প্রধান ২ আসামী কারাগারে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯ কৃষক আলম হত্যা মামলার প্রধান ২ আসামী জহির উদ্দিন ও অন্তর মিয়াকে কারাগারে প্রেরন করেছেন বিচারক । বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তাদেরকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শশই ইসলামপুর গ্রামের কৃষক আলম মিয়াকে গত ২০১৬ সালের ২০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মৃত আবু লাল মিয়ার ছেলে জহির উদ্দিন ও তার ভাই অন্তর মিয়া সহ কয়েকজন মিলে হত্যা করেন। এ ঘটনায় আলম মিয়ার ভাতিজা মোঃ শামীম খান বাদি হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামীরা পলাতক ছিল। বৃহস্পতিবার জহির উদ্দিন ও অন্তর মিয়া ব্রাহ্মণবাড়িয়া দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রাথর্না করলে বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সাবেরা সুলতানা খানম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন। মামলার বাদি পক্ষের আইনজীবি ছিলেন কেএম ফেরদৌস আসামী পক্ষের আইনজীবি জাহানারা বেগম। আইনজীবি কেএম ফেরদৌস সত্যতা নিশ্চিত করেন Related posts:বিএনপি বিরোধী দলে থাকাবস্থায় ধ্বংসাত্মক কার্যকলাপ করছে হানিফব্রাহ্মণবাড়িয়ায় এক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যাবিজয়নগরে ভোটার দিবস পালিত Post Views: ৭৯১ SHARES আইন-আদালত বিষয়: