ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পিরা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ শারদীয় দূর্গা পূজা আসন্ন। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে প্রতিমা তৈরীর কাজ। এ লক্ষে দিন- রাত কাজ করছে প্রতিমা শিল্পিরা। ইতোমধ্যে মাটির কাজ শেষ হয়েছে। এখন চলছে রং তুলির কাজ। কারিগররা জানালেন প্রতিমা তৈরীর উপাদানের দাম বাড়ায় এ পেশায় নিয়োজিতরা ভাল নেই। এদিকে প্রশাসনের পক্ষ থেকে উৎসব মুখর পরিবেশে পূজা উৎযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে । ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৫ শতাধিক মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নাসিরনগরে পূজা মন্ডপের সংখ্যা সবচেয়ে বেশী। পূজা কে সামনে রেখে প্রতিমা শিল্পিরা ব্যস্ত সময় পার করছে। জেলার নাসির নগর , নবীনগর ,বিজয়নগর এসব এলাকায় প্রায় ৩ শতাধিক কারিগর প্রতিমা তৈরীতে নিয়োজিত আছে। মাটির কাজ শেষে এখন চলছে রং তুলির কাজ কাজ। এবং মন্ডপে মন্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্ততি। প্রতিমা শিল্পি জন্টু পাল সহ কয়েকজন জানান ,নির্দিষ্ট সময়ে প্রতিমা বুঝিয়ে দেয়ার লক্ষ্যে দিন-রাত কাজ করছি। বাঁশ, বন, খের ইত্যাদির দাম বাড়ায় প্রতিমা তৈরীর খরচও বেড়েছে। কিন্তু সে তুলনায় তাদের লাভ হচ্ছেনা। প্রতিটি প্রতিমা তৈরীতে ২০/২৫ হাজার টাকা খরচ হলেও তা বিক্রি হচ্ছে ৩০/৩৫ হাজার টাকায়। Related posts:আখাউড়া বন্দর দিয়ে ভারত ফেরাদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩২জনশেখ হেলালের মাতার মৃত্যুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির শোকবড় ভাইয়ের মৃত্যুর দুই ঘণ্টা পর ছোট ভাইও মৃত্যু Post Views: ৬৮০ SHARES সারা বাংলা বিষয়: