ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির সীমানা প্রাচীর ও দেয়ালে লাল রঙ দিয়ে লিখে মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিত করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির সীমানা প্রাচীর ও দেয়ালে লাল রঙ দিয়ে লিখে মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিত করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। গত সোমবার দিনব্যাপী জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ছয়টি বাড়িতে রঙ দিয়ে “মাদক ব্যবসায়ির বাড়ি” “ইয়াবা ব্যবসায়ির বাড়ি” লিখে দেন তারা। দিনব্যাপী ওইসব বাড়ির সীমানা প্রাচীর কিংবা দেয়ালে লাল রং দিয়ে এসব লিখে দেয়া হয়। চিহ্নিত ছয়টি বাড়ি হচ্ছে, আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের জামাল চৌধুরী, ইসহাক মিয়া, উপজেলার আজমপুরের কৌড়াতলীর জুয়েল মিয়া, হুমায়ুন মিয়া ও বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের রবিউল হোসেন, সিঙ্গাবিল ইউনিয়নের ইনছাব আলী ভান্ডারির বাড়ি। চলতি মাসের বিভিন্ন সময়ে ওই ছয়জন মাদকসহ বিজিবির হাতে ধরা পড়ে। এদিকে মাদক ব্যবসায়ীর বাড়ি চিহ্নিত করার বিজিবির এই উদ্যাগকে স্বাগত জানিয়েছে গ্রামবাসী। এতে সুফল মিলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত প্রত্যেকের বাড়ি এভাবে চিহ্নিত করে লিখে দেয়ারও দাবি জানান তারা। বিজিবি’র সিঙ্গারবিল কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আজিজুর রহমান ও আজমপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ মুখলেছুর রহমান এসব কাজের তদারকি করেন। এ সময় তাঁরা এলাকার মানুষকে মাদক সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানিয়ে এসব দেয়াল লিখন যেন কেউ না মুছে সে ব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তারা জানান, তাঁদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের সাদেক মিয়া, বিল্লাল মিয়া, গণি মিয়া, রঞ্জু মিয়া, রনি মিয়া বিজিবি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়িদের বাড়িতে এসব লেখার কারনে সমাজে তারা হেয় প্রতিপন্ন হবে, তাদের আত্ম মর্যাদায় প্রভাব পড়বে। ফলে তারা মাদক ব্যবসা ছেড়ে দেবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কবির জানান, বিজিবি’র হাতে ধরা পড়া চিহ্নিত মাদক ব্যবসায়িদের বাড়িতে এভাবে লিখে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ মাদক নির্মুলে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন Related posts:যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটকব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মোকতাদির চৌধুরী এমপিনাসিরনগরে পাচারের সময় ১৩শ কেজি ভিজিডির চাল জব্দ Post Views: ৮১৩ SHARES আইন-আদালত বিষয়: