বিজয়নগর উপজেলার স্বপ্নদ্রষ্টা ও স্থপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নিকট মৃনাল চৌধুরী লিটনের খোলা চিটি

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

খোলা চিঠি—————খোলা চিঠি
ব্রাহ্মণবাড়িয়া। জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের অন্যতম সদস্য। বিজয়নগর উপজেলার। স্বপ্নদ্রষ্টা ও স্থপতি। আধুনিক বিজয়নগর গড়তে। যিনি অঙ্গীকারবদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া৩ আসনের মাননীয় সংসদ সদস্য। র আ ম। উবায়দুল মোকতাদির চৌধুরী

বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের নিবেনেতা-কর্মী ও সমর্থকদের পক্ষ হতে খোলা চিঠি-
সংসদ সদস্য।
অত্যান্ত বিনয়ের সাথে আপনার নিকট অনুরোধ করছি যে, অবশ্যই দেশ, জাতি, সংগঠন, জনগন, যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকদের কল্যানে আপনি ফেসবুক আইডি, লাইক পেজ ও গ্রুপ ব্যাবহার করুন
তৃনমূলের হৃদয়ের কথা শুনুন। বিজয়নগর এলাকার অবহেলিত নেতা কর্মীদের দুঃখ দূর্দশার বাস্তব চিত্র জানতে, হাল-চাল, উন্নয়ন, দুর্দশা, দুরবস্থা, শাসন-শোষন, ন্যায়-অন্যায়, চাঁদাবাজি, ধান্ধাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বানিজ্য, ভাল-মন্দ ইত্যাদি জানানোর একটি জনপ্রিয় জনবহুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মাধ্যামে আপনার কানে পৌছবে
আপনি বিজয়নগর উন্নয়নের রুপকার,
আমরা তৃনমূল আওয়ামী লীগের বলতে বুঝি মহানগর, জেলা, উপজেলা আওয়ামীলীগ থেকে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামিলীগ
আমাদের কথা শুনার মত কেউ নেই।
উপজেলা পদাসীন অনেক নেতা বিএনপি জামায়াতের দালাল,
তাদের কাছ থেকে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের সঠিক তথ্য ও তৃনমূল আওয়ামী লীগের অবহেলিত নেতা কর্মীদের দুঃখ দূর্দশার বাস্তব চিত্র জানতে পারবেন না।
দূর্নীতিবাজ হাইব্রীড নেতাদের আমলনামা জানার জন্যে একটি অনুরোধ করছি।
প্রিয় নেতা।
আপনার হাত ধরে বিজয়নগর উপজেলা সৃষ্টি হয়েছে। আপনার হাতের পরসে আওয়ামীলীগ যুবলীগ ছাএলীগ রাজনৈতিক কাঠামো দাঁড় করিয়েছেন আপনি যে আশা প্রত্যাশা নিয়ে নেতা সৃস্টি করছেন আপনার সরলতা সুষোগে আওয়ামীলীগের যে নেতৃত্ সৃষ্টি হয়েছে যা নিয়ে বিজয়নগর উপজেলায় সাধারন মানুষের মনে হাস্য রস্য কর সৃস্টি হয়েছে তার কিছু বিয়য় আপনার নিকট উপস্হাপন করছি !
প্রিয় নেতা আপনি যাদেরকে নেতৃত্ব দিয়েছেন আজকে সেই নেতৃত্ব লোভে নিজেদের আখের গোছানোর ঘটনা সৃস্টি করছে এই পর্যন্ত যতগুলো সৃস্টি হয়েছে আমি ঘটনাগুলির আলোকপাত করতে চাই উপজেলা চেয়ারম্যান এর চেয়ারে বসা সরকারি চাকরি করে যুবলীগ করা মাদক ব্যবসায়ী মামলায় গ্রেফতার হওয়া আবার পরে মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে আনা নারী কেলেঙ্কারি আরো বহু ঘটনা সৃষ্টি করেছে যা আপনাকে অবহিত করেনি যদি ওই সমস্ত নেতাদের নাম উল্লেখ করে সমাজের মানুষের কাছে ছোট করতে চাইনা চাইনা সংগঠনের ভাবমূর্তি নষ্ট হোক বিগত উপজেলা নির্বাচনে যারা দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছে এদেরকে চিহ্নিত করতে না পারলে ভবিষ্যতে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে এমনকি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমরা আমি এবং একজন দলের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছিলাম কিন্তু রাতের আধারে বিএনপির প্রার্থী লিটন প্রার্থী করে প্রার্থী করে নির্বাচন করেছে তাদের ব্যাপারে আপনার খোঁজখবর নেওয়া প্রয়োজন আপনাকে আর একটি বিষয় অবহিত করতে চাই অনেকেই বলেন বিজয়নগরের হিন্দুরা নৌকায় ভোট দেয়নি হিসাব করে দেখবেন হিন্দুদের ভোট শতকারা এিশ ভাগ কাস্ট হয়েছে লক্ষণীয় বিষয় বুধন্তি ইউ পি শ্যামরা হরষপুরে হিন্দুদের কে ভোট দিতে আওয়ামী লীগের কতিপয় নেতা ও যুবলীগ নেতা বাধা সৃষ্টি করেছে এছাড়াও চরইসলামপুর ইউ পিতে মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফয়জুর নাহার কেন মারত্বক পরাজয় এই বিষয়গুলো আপনার জানা প্রয়োজন
আর একটি চিরন্তন সত্য যে বর্তমান নেতারা আপনার নিকট সত্য বিযয়গুলি অবহিত করে না কারন তারা যদি আপনার নিকট জবাবদিহি করতে হয়
আমি বিশ্বাস করি আপনি যদি সমস্ত বিষয়গুলি আপনার নজরে আসল আজকে বিজয়নগরে এমন অবস্থা সৃষ্টি হতো না
তাই আগামীদিনে আপনি পুরখাওয়া কর্মীবান্দব নেতাদের দিয়ে কমিটি উপহার দিয়ে আপনার সপ্নের বিজয়নগর গড়ে তুলতে এগিয়ে যাবে এবং রাজনৈনিক ভাবে সংগঠনও গড়ে উঠবে থেকে