বিজয়নগরে এক সিএনজি চালকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাত পা বাধা ও গলায় রশি পেছানো এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, আজ দুপুর ২টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকার ধানক্ষেতের একটি ড্রেন থেকে তাকে উদ্ধার করা হয়।
সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের কেফাত আলীর ছেলে মোঃ হাফিজ মিয়া বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই। সে পেশায় একজন সিএনজি চালক।
এ ব্যাপারে বিজয়নগর থানার ইনচার্জ ফয়জুল আজিম নোমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি চোরের চক্ররা তাকে অন্য কোথাও হত্যা করে ফেলে রেখে যায়,
তার চালনাকৃত সিএনজিটি উদ্ধার ও হত্যার রহস্য উৎঘাটনের চেষ্টা করা হচ্ছে এবং মৃত দেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে।