সাম্প্রদায়িক উসকানি চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’-মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’-বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে পুলিশ সদর দপ্তরে সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত এক সভায় সভাপতির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।

সভায় পুলিশ প্রধান বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় প্রতিমা তৈরির সময় স্বেচ্ছাসেবক নিয়োগ, পূজা মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহারের জন্য পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় এআইজি (অপারেশনস) সাঈদ তারিকুল হাসান দুর্গাপূজাকে সামনে রেখে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন।

সভায় উপস্থিত পূজা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দ জানান, এ বছর সারা দেশে প্রায় একত্রিশ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।