আমাকেই বিয়ে করবেন সালমান! বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯ অনলাইন ডেস্ক : ৫৩ বছর বয়স হলে কী হবে, বলিউডের সবচেয়ে এলিজেবল ব্যাচেলর এখনও সালমান খানই। একবার সালমান নিজেই স্বীকার করেছিলেন তিনি সাবেক এক প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তারপর সেটি কোনও কারণে ভেঙে যায়। এরপর অবশ্য তার কাছে বিয়ের ব্যাপারে জানতে চাওয়া হলেই সব সময় বলেছেন, সঠিক সময় সঠিক মেয়ে পেলেই তিনি বিয়ে করবেন। ২০১০ সালে ‘বীর’ ছবিতে সালমানের নায়িকা ছিলেন জারিন খান। সালমানের সঙ্গে শিগগিরই নাকি তিনি বিয়ে করতে চলেছেন। ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসে জারিন বলেছেন, ‘আমি একটা মজার গুঞ্জন ছড়িয়ে দিতে চাই যে, সালমান আমাকে বিয়ে করতে চলেছেন।’ এরপর জারিনকে সালমান খান, করণ সিং গ্রোভার ও গৌতম রোডেকে নিয়ে প্রশ্ন করা হয়। অপশন দেওয়া হয় কার সঙ্গে বিয়ে, হুক আপ ও কাকে মারতে চান তিনি। জবাবে জারিন বলেন, ‘আমি কাউকে মারতে চাই না। আমি বিয়েতে বিশ্বাস করি না। এটা জাস্ট একটা ইনস্টিটিউশন, একটা জোক। তাই হুক আপ করব সালমানের সঙ্গে, কারণ গৌতম ও করণ বিবাহিত।’ Related posts:গুরুতর আহত কোয়েল মল্লিকরাজমৌলিকে কী দিয়েছেন ৮৩ বছরের জাপানি বৃদ্ধা ভক্তএআর রহমানের স্টুডিতে আসিফ, স্মরণ করলেন দেশীয় সংগীতাঙ্গনের কথা Post Views: ৮৭৩ SHARES বিনোদন বিষয়: