আইপিএল ২০২১ নিলামে ৩ লকোটি ২০ লাখে পুরোনো ঠিকানায় সাকিব

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে সাকিব আল হাসানকে ঘিরে যতটা উন্মাদনা তৈরি হয়েছিল ততটা দাম পাননি এই অলরাউন্ডার।

সাকিব আল হাসানকে দলে নেয়ার জন্য প্রথম ডাক দেয় সাকিব আল হাসানের প্রথম আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। পরে বিডিংয়ে যোগ দেয় প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। কিন্তু শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়ে নেয় কেকেআর।

সবমিলে আইপিএলে ৬৩ টি ম্যাচ খেলা সাকিব ব্যাট হাতে রান করেছেন ১২৬ স্ট্রাইক রেটে ৭৪৬। দুইটি অর্ধশতক হাঁকানো সাকিবের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৬। বল হাতেও সাকিব সমান উজ্জ্বল। ২৮ গড়ে সাকিব নিয়েছেন ৫৯ টি উইকেট। এই ফরম্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকোনমি রেট সেটাতেও ঈর্ষনীয় ৭.৪৬ আছে সাকিবের।

অন্যান্য খেলোয়ায়াড়দের মধ্যে ১৪ কোটি ২৫ লাখে আরিসিবিতে গেছেন ম্যাক্সওয়েল। মঈন আলীকে ৭ কোটিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ে আজ (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলছে আইপিএল ২০২১ এর নিলাম।