প্রমোশন পেলেন বিপ্লব বড়ুয়া বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯ প্রমোশন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উপ-দপ্তর সম্পাদক থেকে পূর্ণ দপ্তর সম্পাদক হয়েছেন তিনি। আজ শনিবার আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিলের শেষ অধিবেশনে নতুন কমিটিতে দপ্তর সম্পাদক পদে তার নাম ঘোষণা করা হয়েছে। আগের কমিটিতে উপ-দপ্তর সম্পাদক ছিলেন তিনি। আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ৪ জন। তারা হলেন- মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম। সম্মেলনে সাংগঠনিক সম্পাদক হিসেবে ৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আহমদ হোসেন, মোজাম্মেল, মির্জা আজম, এসএম কামাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১ তম জাতিয় সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের প্রথম পর্ব শেষ হওয়ায় সবার দৃষ্টি ছিল আজকের দ্বিতীয় কাউন্সিল অধিবেশনের দিকে। এই অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। Related posts:ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার নিহত ১৮৫নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০১৮সালের প্রশ্নে ২০২০ এ পরীক্ষা সাতজনকে অব্যাহতিআশীর্বাদ হয়ে এসেছে তিস্তা সেচ প্রকল্প Post Views: ২৬৪ SHARES আন্তর্জাতিক বিষয়: