ভাষা সৈনিক মুহম্মদ মুসার মৃত্যুতে শোক প্রস্তাব ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯ গত ১২ইসেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টায় সমিতির ত্রি-বার্ষিক সভা উপলক্ষে গঠিত স্মরণিকা সম্পাদনা ও প্রকাশনা কমিটির সভার শুরুতে ভাষা সৈনিক মুহম্মদ মুসার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘মুহম্মদ মুসার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বিরাট শূন্যতার সৃষ্টি হলো।ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাকে আজীবন মনে রাখবে। তাঁর লেখা ‘ব্রাহ্মণবাড়িয়ার ইতিবৃত্ত’ বইটি জেলার ইতিহাস ও গুণীজনের পরিচিতিতে আঁকরগ্রন্থ হিসেবে সব সময় বিবেচিত হবে।’ উল্লেখ্য, মুহম্মদ মুসা গত ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। Related posts:যুবলীগের নেতাকর্মী নিয়ে নিজ কার্যালয়ে সম্রাটের অবস্থানবিজয় দিবসে মৃনাল চৌধুরী লিটনের শুভেচ্ছাদুর্বৃত্তদের আগুনে পুড়ল আ.লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের বাড়ি Post Views: ৫২০ SHARES সারা বাংলা বিষয়: