ফিনল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় তিন শিশু আহত Bijoynagar Bijoynagar Desk প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ ফিনল্যান্ডের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিন শিশু আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভানতা শহরের একটি স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ৯টার সময় ভিয়েরতোলা স্কুলে হামলার ঘটনার পর পরই তারা সেখানে পৌঁছান। সে সময় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়। এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। হামলার সময় ওই স্কুলে ৮০০ শিক্ষার্থী এবং ৯০ জন স্টাফ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ঘটনাস্থল থেকে দুটি অ্যাম্বুলেন্সকে বেরিয়ে যেতে দেখেছেন। Related posts:ঢাকায় ভারতের প্রধানমন্ত্রীব্রাহ্মণবাড়িয়া থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দঅগ্নিসন্ত্রাসে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন’র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি Post Views: ৫০ SHARES আন্তর্জাতিক বিষয়: