প্রধানমন্ত্রী দেশের মানুষকে শান্তিতে রাখতে কাজ করছেন: প্রাণিসম্পদমন্ত্রী Bijoynagar Bijoynagar Desk প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্য থেকেও প্রধানমন্ত্রী দেশের মানুষকে শান্তিতে রাখতে কাজ করছেন। যারা স্বল্প আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সুলভমূল্যে দুধ, ডিম ও গরুর গোশত বিক্রি করা হচ্ছে। শনিবার বেলা ১১টায় ফরিদুপরের মধুখালী বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন মার্কেটের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সুলভমূল্যে দুধ, ডিম ও গরুর গোশত বিক্রি প্রথমে রাজধানী ঢাকাতে শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা-উপজেলাতে বাস্তবায়ন করা হবে। তারই অংশ হিসেবে আজ মধুখালীর স্বল্প আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণিজসম্পদকে প্রসারিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। ডেইরি অ্যাসোসিয়েশন, পোল্ট্রি অ্যাসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতি মধুখালী শাখার সহযোগিতায় কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু উপস্থিত ছিলেন। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাপ্রশান্তি সমাজ কল্যান সংঘের উদ্যোগে মাদক ও বাল্য বিবাহ রোধে সমাবেশ অনুষ্টিতএকই দেশে দুই নীতি থাকা ঠিক না: মোকতাদির চৌধুরী Post Views: ৬০ SHARES সারা বাংলা বিষয়: