গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী দশ দিনের সফরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে যাচ্ছেন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ বিজয়নগর নিউজ।। দশ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পৃথক অনুষ্ঠানে যোগ দিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটযোগে তিনি যাত্রা করবেন। সেখানে তিনি ফ্লোরিডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ২৮তম এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো উদ্বোধন করবেন। এ ছাড়া ফ্রান্স সরকারের আমন্ত্রণে আগামী ৫ মার্চ তিনি প্যারিসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। প্যারিসে তিনি বিল্ডিং অ্যান্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করবেন।যুক্তরাষ্ট্র যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং ফ্রান্স থেকে দেশে ফেরার পথে মরক্কো ও তুরস্কের ইস্তাম্বুলে তার যাত্রা বিরতি করার কথা রয়েছে। আগামী ১০ মার্চ টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তার দেশে ফেরার কথা রয়েছে। Related posts:বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছেব্রাহ্মণবাড়িয়ায় পানি পরীক্ষাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনরাজনীতি ও শিস্টাচার Post Views: ৬৫ SHARES Uncategorized বিষয়: