বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড রবার বুলেট ছোঁড়া হয়। এসময় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কাউছার আহমেদের সঙ্গে একই গ্রামের মো. জয়নাল মেম্বারের বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা করা হয়েছে। এ ঘটনা উভয়পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় পুলিশ। পরে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম বিজয়নগর নিউজকে জানিয়েছেন বিজয়নগর দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। Related posts:বকুলতলায় চিরনিদ্রায় শায়িত হলেন জয়নাল হাজারীক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী আর নেইপ্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী চলে গেলেন না ফেরার দেশে Post Views: ২০৩ SHARES Uncategorized বিষয়: