বিজয়নগরে কৃষি সেবা কেন্দ্র উদ্ভোধন

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষি সেবা কেন্দ্র উদ্ভোধন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: বিজয়নগরের ইসলামপুরে নবনির্মিত কৃষি সেবা কেন্দ্র উদ্ভোধন করা হয়েছে।আজ সোমবার সকালে প্রধান অতিথি হিসাবে ভার্চোয়ালে সেবা কেন্দ্র উদ্ভোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাব্বির আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার জুনায়েদ আহমেদ সাদি, ওসি রাজু আহমেদ নুর মোহাম্মদ,নজরুল ইসলাম, রায়হান মিয়া প্রমুখ।