এডভোকেট তানভীর ভূঁইয়ার মৃত্যুতে প্রেসক্লাব বিজয় নগরের শোক প্রকাশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩ বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তানভীর ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসক্লাব বিজয় নগরের সভাপতি মৃনাল চৌধুরীর লিটন ও সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবু আজ সোমবার (৩০ অক্টোবর) শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, এডভোকেট তানভীর ভূঁইয়া ছিলেন একজন ভদ্র মানুষ ও দক্ষ সংগঠক। তিনি আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে আমৃত্যু কাজ করে গিয়েছেন। বিজয়নগর উপজেলার অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রেসক্লাব তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। Related posts:বিজয়নগরে সালিশ কারকের হাতে শ্লীলতাহানির শিকার বিচার প্রার্থী নারীওমরাহ করতে যাওয়ার পথে বিমানবন্দরে ইয়াবাসহ ধরা ইউপি চেয়ারম্যানএবার তৃতীয় বিয়ের দাবি মামুনুল হকের! Post Views: ২৯ SHARES জাতীয় বিষয়: