দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসবে মোক্তাদির চৌধুরী এম পি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায়, বিজয়নগর থানা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা মিলনায়তনে, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তি বজায় রাখতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের এম পি, ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুখাই আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃণাল চৌধুরী লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসুক বণিক ও সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী সুনির্মল সাহা, এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ – শোক, জরা – ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি আরো বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এবং বর্তমানের এই ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান। বিজয়ীনগরে অত্যান্ত Related posts:সরাইলের মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধারকবি আফরোজা আফরিনের কবিতামোকতাদির চৌধুরী এমপিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ Post Views: ৪১ SHARES আন্তর্জাতিক বিষয়: