আজ পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন মোকতাদির চৌধুরী এমপি

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এসময় তার সহধর্মিণী ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসার ফাহিমা খাতুন সফর সঙ্গী হিসেবে সাথে থাকবেন।

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির ব্যক্তিগত সহকারী এ এস এম হুমায়ূন সাক্ষরিত এক সফর সূচিতে এই তথ্য জানা যায়।

সফর সূচিতে জানানো হয়, ২৪ আগস্ট বিকেলে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সৌদি আরবের মদিনায় পৌঁছাবেন। মদিনায় তিনি মসজিদে নবাবীতে নামাজ আদায় ও হযরত মোহাম্মদ (সা:) এর কবর জেয়ারত করবেন। সেখানে ৪দিন অবস্থান করার পর ২৮ আগস্ট বিকেলে তিনি রেলপথে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা করবেন। মক্কায় পবিত্র ওমরাহ পালন সহ ৪দিন অবস্থান করে ১ সেপ্টেম্বর তিনি জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবেন। জেদ্দায় তিনি ২ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। ৩ সেপ্টেম্বর র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি দেশে ফেরার কথা রয়েছে।

সৌদি আরব যাত্রার আগে বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ব্রাহ্মণবাড়িয়াবাসির কাছে দোয়া কামনা করেছেন